প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

কেএফসির কিংবদন্তি প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ১৩৫তম জন্মদিন গত ৯ সেপ্টেম্বর পালন করা হয়েছে। রাজধানীতে কেএফসির গুলশান শাখায় জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল সুবিধাবঞ্চিত শিশুরা, যারা হাসি-আনন্দে দিনটি কাটিয়েছে। ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শুরু থেকেই পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরপুর। কেএফসি’র সুস্বাদু খাবার আর আনন্দময় মুহূর্ত— সব কিছু মিলিয়ে শিশুদের জন্য দিনটি হয়ে ওঠে অনন্য।
দিনটিকে স্মরণীয় করে তুলতে কেএফসি বাংলাদেশ তাদের সকল গ্রাহকদের জন্য ফ্রি কর্নেল ট্রিট আয়োজন করেছিল। গ্রাহকরা প্রিয়জনের সঙ্গে কেএফসিতে এক আনন্দঘন সময় কাটানোর মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করে। প্রতি বছরের ন্যায় এবারও ফ্রি কর্নেল ট্রিট আয়োজন করা কেএফসি বাংলাদেশের এক বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে।
অমিত দেব থাপা বলেন, ‘কর্নেল স্যান্ডার্স তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি আন্তরিকতা দিয়ে কেএফসি গড়ে তুলেছিলেন। আজ আমরা শুধু তার জন্মদিনই উদযাপন করিনি বরং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছি।’
আজকালের খবর/ওআর