সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম
কুড়িগ্রামের উলিপুরে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসডিএফ’র জেলা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলার সরকারি প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আবু রাহাত রোকুনুজ্জামান। 

স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. মোহাম্মদ তানজিরুল ইসলাম, উলিপুর প্রেস ক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, মো. শহিদুর রহমান (পরিসংখ্যানবিদ), মুরাদ হোসেন এমটি (ইপিআই)।

অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতায় ছিলেন ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর মো. সামছুদ্দোহা (বিপ্লব) ও নির্মল দেব শর্মা।

প্রধান অতিথি ডা. মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এসডিএফ নিঃসন্দেহে ভালো কাজ করছে, তবে তাদের কাজের এরিয়া আরো বাড়ানো গেলে সাধারণ মানুষ সেবাটা আরো বেশি করে পেত। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, চেকআপ নিশ্চিত করা, ওষুধ বিতরণ ও প্রসবকালীন জটিলতায় আর্থিক সহযোগিতা প্রদান প্রশংসনীয়। 

উল্লেখ্য, এসডিএফ উলিপুর উপজেলার পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নে ৪৩৮৪ জন, দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নে ৪১৩৬ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
আপনাদের দোয়া ও ভালোবাসা আমার শক্তি : মোশারফ হোসেন
আশুলিয়ায় সন্তানসহ শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার
নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের নেতা ফজলে হুদা বাবুল
দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উলিপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
সরকার উৎখাতের ষড়যন্ত্র, কারাগারে মার্কিন নাগরিক
বেকারকে বিয়ে করে বসিয়ে খাওয়াতে চান তানিয়া
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় নামল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft