ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই পুয়ের্তো রিকোয় ৫টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদক কারবারিদের মোকাবেলায় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াতে ১০টি এফ-৩৫ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করা এক আলোকচিত্রী শনিবার পুয়ের্তো রিকোর সেইবাতে পুরনো রুজভেল্ট রোড সামরিক ঘাঁটিতে এফ-৩৫ বিমানগুলোকে নামতে দেখেছেন।
সাম্প্রতিক সময়ে ওই ঘাঁটিটিতে নানান মার্কিন হেলিকপ্টার, অসপ্রে এয়ারক্রাফটসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য পরিবহন বিমান ও সামরিক কর্মকর্তাদের দেখা গেছে।
ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে কয়েকদিন আগে হুট করেই শীর্ষ মার্কিন জেনারেলকে সঙ্গে নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পুয়ের্তো রিকো ঘুরে গেছেন; এরপরই এই এফ-৩৫গুলো যুক্তরাষ্ট্রের অধীনে থাকা ক্যারিবীয় ভূখণ্ডটিতে নামল।
পুয়ের্তো রিকোয় এফ-৩৫ এর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, পেন্টাগনের দায়িত্বপ্রাপ্ত এক প্রেস কর্মকর্তা বলেছেন, “এখন সামরিক বাহিনীর শক্তি বা অবস্থান পুনর্বিন্যাস নিয়ে জানানোর মতো কিছু আমাদের কাছে নেই।”
ক্যারিবীয় অঞ্চলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পুয়ের্তো রিকোয় ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠাতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলে কয়েকদিন আগে একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল।
ওই অঞ্চলে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার বদলের কথা ভাবছে না।
কাছাকাছি সময়ে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার এক নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যাও করে।
ওই নৌযান অবৈধ মাদক পরিবহন করছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযান চালাতে সেখানে সম্প্রতি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তারপর ওই নৌযানে হামলাই ছিল তাদের প্রথম প্রকাশ্য অভিযান।
তবে ভেনেজুয়েলা বলছে, নৌযানে হামলায় নিহত ১১ জনের কেউই মাদক চোরকারবারি ছিলেন না।
শুক্রবার একটি মার্কিন ডেস্ট্রয়ার ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ আমেরিকার দেশটির একটি টুনা মাছ ধরার নৌযান থামিয়ে, সেখানে তল্লাশি চালিয়ে সেটি ৮ ঘণ্টা দখলে রেখেছিল বলে শনিবার ভেনেজুয়েলার সরকার অভিযোগ করেছে।
নৌযানটিতে ৯ জন ‘নিরীহ’ ও ‘সহজসরল’ জেলে ছিলেন, অথচ তাও অবৈধভাবে ও শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি সহযোগে তল্লাশি চালানো হয়, বলেছে তারা।
এ ঘটনা নিয়ে রয়টার্স মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে সাড়া পায়নি।
পুয়ের্তো রিকোয় যে যুদ্ধবিমানগুলো নেমেছে, সেই এফ-৩৫ খুবই অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। ভেনেজুয়েলার বিমান বাহিনীর সঙ্গে যে কোনো লড়াইয়ে এগুলো বেশ কার্যকর হবে বলেই ধারণা করা যায়।
ভেনেজুয়েলার কাছে কিছু পুরনো এফ-১৬ যুদ্ধবিমান আছে।
আজকালের খবর/ এমকে