প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান রুবেলকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এ নেতা দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৩ নম্বর সদস্য।
বাংলাদেশ জাতীয়াতাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলার সিদ্ধান্তে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সিদ্ধান্তটি অনুমোদন করেন কুমিল্লা জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব মো অহিদুজ্জামান মোল্লা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- কুমিল্লা জেলার (উত্তর) সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেল কে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো’।
এদিকে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস বিজ্ঞপ্তির স্বাক্ষরিত বার্তা প্রেরক কুমিল্লা জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক (মাছুম) পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দেবীদ্বার গোমতী মাদকবিরোধী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি এসএম ইমরান হাসান জানান, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান রুবেল মাদক সেবন করলে এতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়। তাই দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
আজকালের খবর/ওআর