প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক নূরে আলম ছিদ্দিকী। সোমবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে জয়ী হয়ে এলাকার জন্য কি কি করবেন সে বিষয়েও ফিরিস্তি তুলে ধরেন।
প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে শুরু করে উপজেলার গ্রামীন এলাকা পর্যন্ত সালিশের মাধ্যমে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সামাজিক কাঠামো ছিলো এখন তা আর নেই বললেই চলে। ফলে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, ভ‚মিদস্যু, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার ফলশ্রুতিতে বড় বড় ঝগড়া বাধছে, আন্দোলনের নামে বিশৃংখলার সৃষ্টি করছে। আমি নির্বাচিত হলে আমার দুই উপজেলার সামাজিক ন্যায় বিচারের কাঠামো সুপ্রতিষ্ঠিত করবো।
সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নীতি অনুযায়ি ‘হয় পদ না হয় এম.পি’ এই নীতির উপর আস্থা ও বিশ্বাস রেখে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমার জন সম্পৃক্ততা ও দলীয় কর্মকাণ্ড সন্তোষ্ট হয়ে আমাকে মনোনয়ন দেওয়া হবে।’ এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।’
নূরে আলম ছিদ্দিকী সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নানা বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বিজয়নগরের দুই উপজেলা অন্য আসনে যুক্ত হওয়া বিষয়ে তিনি অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
আজকালের খবর/ এমকে