প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের অত্যাচার, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ সোমবার বিকাল ৩টায় এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন করেছে স্হানীয় ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবদল নেতা রায়হান উদ্দিন সোহেল ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য খাস কালেকশনের নামে রেকর্ডকৃত জমি দখলসহ অত্যাচারের সীমা অতিক্রম করেছে। সে নওনাগর গ্রামের গরিব অসহায় মানুষগুলোর ওপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেই চলেছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত কোনো সরকারের আমলেই কুড়ির বিলে খাস কালেকশন ছিল না, সে খাস কালেকশন এনেছে বলে দাবি করে। এই বিল আমাদের গ্রামের রেকর্ডকৃত জমি, এখানে মাছ ধরে নওনাগর গ্রামের গরিব অসহায় মেহনতি মানুষগুলো তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং কিছু টাকা তারা মসজিদের উন্নয়নে দান করে থাকেন। তাছাড়া শুকনো মৌসুমে এই কুরির বিলের আয় থেকে কিছু টাকা ফসল রক্ষার বেরীবাঁধ নির্মাণের জন্য রাখা হয়।
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, আমরাও বিএনপি করি কিন্তু যুবদলের রায়হান উদ্দিন যে জুলাম নির্যাতন শুরু করেছে তা বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময়ও হয়নি।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কুরির বিলের দখল উম্মুক্তের দাবি জানান এবং যুবদল নেতা রায়হান উদ্দিনেন বিরুদ্ধে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করতে অনুরোধ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রমিজ আলী, মোবারক হোসেন, জুলহাস মিয়া, আলমগীর মিয়া, আশকর আলী, জুনাব আলী, নুর ইসলাম রয়েল মিয়া প্রমুখ।
আজকালের খবর/ওআর