প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে গণছুটির নামে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন মোহনগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কেউ কাজে যোগ দেননি। তবে ডিজিএম মো. এমদাদুল হক জানান, তিনিসহ ৭জন কর্মরত আছেন।
এদিকে তথ্যমতে, মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৫৭জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তার মধ্যে ধর্মঘটে আছেন ৫০জন।
আজ সোমবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, পল্লী বিদ্যুৎ অফিসে কেউ নেই। সম্পূর্ণ অরক্ষিত।
মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে ৮ কিলোমিটার দূরবর্তী জয়পুর গ্রাম থেকে আসা আকলিমা আক্তার ও রনি আক্তার জানান, বিলে অতিরিক্ত টাকা থাকায় তা সংশোধনের জন্য অফিসে আসি। কিন্তু, কেউ না থাকায় কোনো কাজ করতে পারিনি।
স্থানীয়রা জানান, এভাবে শত শত মানুষ অফিসে এসে ঘুরে ফেরত যাচ্ছে।
আজকালের খবর/ওআর