প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে আমন ধানখেতে পোকামাকড় নির্ণয়ে আলোক ফাঁদ তৈরি করা হচ্ছে। এ ফাঁদের মাধ্যমে পোকামাকড় নির্ণয় করে তা দমন করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে আসছে কৃষি কর্মকর্তারা।
নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের প্রতিটি ব্লকে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। আলোক ফাঁদের মাধ্যমে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করা হয়। এরপর সেই পোকামাকড় দমনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এই পদ্ধতিতে পোকামাকড় নির্ণয় করলে জমিতে পোকামাকড় সনাক্ত এবং তা দমনে করণীয় বিষয় কৃষকরা জানতে পারে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভা ব্লকের কুচাইকুড়ি মাঠে আলোক ফাঁদ তৈরি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম। সে সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম বলেন, পোকামাকড় ফসলি জমির চরম ক্ষতি করে। তাই পোকামাকড় নির্ণয়ের জন্য আলোক ফাঁদ তৈরি করে পোকামাকড় নির্ণয় এবং তা দমন করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আজকালের খবর/ওআর