উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে ছড়ার পানির প্রবাহ আটকিয়ে বেআইনি মাছ চাষ বন্ধ করে দিয়েছে বনবিভাগ। পরবর্তীতে বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সঙ্গীয় বনকর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে দেন। এ ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে আব্দুল্লাহকে দায়ী হিসেবে শনাক্ত করা হয়।
বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, সংরক্ষিত বনে পানির প্রবাহ আটকিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ- বনভূমি দখল করে মাছচাষ, কৃষিকাজ এবং বিভিন্ন ধরনের গৃহনির্মাণের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানো ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।
আজকালের খবর/ওআর