প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

ভারতীয় উপমহাদেশে মেলোডি ছাড়া সিনেমা কল্পনা করা যায় না। তবে শেষ কবে কলকাতা বা ঢাকাই সিনেমায় মেলোডি নির্ভর একাধিক গান হয়েছিলো সেটা অংক কষে বের করতে হবে। হালে যদিও কাহিনী নির্ভরতা বাড়াতে গানে ফোকাস কম হচ্ছে, ফলে গানের জগতে গীতিকার প্রায় ব্রাত্য। দেরিতে হলেও কাহিনী বিন্যাসকে মাথায় রেখে এই সময়ের জনপ্রিয় গীতিকার সাংবাদিক জাহিদ আকবর লিখেছেন গান সমৃদ্ধ একটি সিনেমায় চার চারটি গান! সিনেমার নাম ‘নন্দিনী’।
সর্বশেষ বছরখানেক আগে শাকিব খানের ‘দরদ’ সিনেমায় গান লিখেছিলেন এই গীতিকার। সিনেমায় গান লিখলেও এক সিনেমায় চারটি গান লেখার অভিজ্ঞতা তার হয়নি কখনো। সেই নতুন অভিজ্ঞতাই হলো পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে। কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাজিরা মৌ।
এ প্রসঙ্গে জাহিদ আকবর জানালেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে, এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখবো ভাবিনি। নন্দিনী সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেনো আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি নন্দিনী সিনেমায়।’
‘নন্দিনী’র গানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। ইমরানের সুর-সংগীতে ‘ব্যাকরণ’ শিরোনামে গানটি গেয়েছেন ন্যান্সি ও ইমরান এবং ‘মন মেলেছে ডানা’ গেয়েছেন কোনাল।
অন্যদিকে কাজী শুভ সুর করেছেন ‘যাও ভেসে যাও’ ও ‘ও লাল মেম’। গান দুটি গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
গান ছাড়াও অভিনয়ে থাকছে দুই বাংলার তারকা সমন্বয়। সোয়াইবুর রহমান রাসেলের নির্মাণে ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। গান, গল্প আর অভিনয়ের মেলবন্ধনে দর্শকের কাছে সিনেমাটি হয়ে উঠবে এক ভিন্ন অভিজ্ঞতা।
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।
এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরও আছেন সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়া প্রমুখ।
আজকালের খবর/আতে