শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সাবিনার জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম
গুণী চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান একসময় বিটিভিতে অনুষ্ঠান উপস্থপনা করলেও এখন আর তাকে উপস্থাপনায় পাওয়া যায় না। আবারও উপস্থাপনায় তাকে দেখা যাবে। কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আগামীকাল বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষ্যে চ্যানেল আইতে আয়োজন করা হয়েছে তারকার মেলা। ওই আয়োজনটি উপস্থাপনা করেন মতিন রহমান। তাঁর সঙ্গে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

তারকা কথনে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির নেপথ্যের অনেক গল্প। বিশেষ তারকাকথন অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী এবং কনকচাঁপা।

অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়। আজ সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ তারকাকথন অনুষ্ঠানটি প্রচার করা হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। পরিচালনা করেছেন অনন্যা রুমা।

অনুষ্ঠানটি প্রসঙ্গে মতিন রহমান বলেন, ‘একসময় বিটিভিতে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সময়ের অভাবে আর করা হয়নি। চ্যানেল আই কর্তৃপক্ষের অনুরোধে তারকাকথন উপস্থাপনায় রাজি হয়েছি। তারা এমন একজনকে খুঁজছিলেন সাবিনার সময়কালের স্মৃতি নিয়ে কথা  বা সে নিজে কিছু বলতে পারবেন। সেই স্মৃতি থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে পারবেন। ১৯৭৩ সাল থেকে সাবিনার সঙ্গে আমার চলা। আমার পরিচালিত সিনেমায়ও সে গান করেছে। সাবিনারও ইচ্ছা ছিল পুরোনো একজন মানুষের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেওয়ার। সব মিলিয়ে উপস্থাপনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি পেশাদার উপস্থাপক নই। যারা নিয়মিত উপস্থাপনা করেন তাদের বাচনভঙ্গি সুন্দর হয়। সেখানে আমাদের হয়তো ঘাটতি ছিল। কিন্তু তথ্যের জায়গাগুলোতে আমরা একটু ভালো করার চেষ্টা করেছি। আমাদের প্রশ্নমালা,কথার পিঠে কথা, শিল্পীর সঙ্গে সৌহার্দ্য- অন্য সবার থেকে অনুষ্ঠানটিকে  আলাদা করেছে। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
নুরাল পাগলার দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ
হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন মৎস্য উপদেষ্টা
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষ রোপণ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন
যে কারণে উত্তাল ইন্দোনেশিয়া
আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
বাংলাদেশে নির্বাচন না হলে রাজপথে অস্থিরতার শঙ্কা: মাইকেল কুগেলম্যান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft