
বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের তুলাতুলা বাজারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ এবং ফলজ গ্রাম গড়তে যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার এবং প্রবাসী বিএনপি নেতা মোঃ কিবরিয়া তালুকদার, মাইনুল ইসলাম মানু ও নুর ইসলাম তালুকদার।
সঞ্চালনায় ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমদাদ সিকদার ও ইউনিয়ন যুবদল নেতা লিটন হাওলাদার।
অতিথি হিসেবে ছিলেন- গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিব খান, গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি তানভীর হাসান তানিম ও সাংগঠনিক সম্পাদক তালুকদার সাহরাজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মজিবুর রহমান ফকির ও সৈয়দ আবুল কালাম আজাদ, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি এবং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল হাওলাদার, আব্দুলহাই সরদার এবং বিএনপি নেতা আবু কালাম মাস্টার, শহীদুল ইসলাম বেপারী, গোলাম মাওলা, নয়ন মিয়া, আতাউর রহমান সরদার, আবুল কবিরাজ, হাদিস হাওলাদার, অলিল দালাল, সুমন মিয়া, সাহাবুদ্দিন মেলকার, আলাউদ্দিন মেলকার, সান্টু হাওলাদার, মুনজুর হাওলাদার, সামছুল হক, বদর হাওলাদার, আব্দুল কাদের সরদার, আব্দুর রহমান, সোহেল মেলকার, সিরাজ সরদার ও যুবদল নেতা জসিম হাওলাদার, রুমন মেলকার, মিরাজুল ইসলাম হাওলাদার, চান্দু সরদার, রানা সরদার, সাকিল সরদার, মাহরুল মল্লিক, বেল্লাল সরদার, রেজাউল সরদার, রিপন সরদার এবং ছাএদল নেতা জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. সজিব সরদার, আসিফ সরদার, কাওছার হাওলাদার, আসিফ হাওলাদার, ফাহাদ ঘরামীসহ এলাকার তরুণ সমাজের অসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী এবং যুবকদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এছাড়া, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কমলাপুরের প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও তুলাতলা বাজারে নানান ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
আজকালের খবর/ওআর