চোখের জলে বাদল আহমেদকে বিদায়
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম
দেশীয় শোবিজের পরিচিত মুখ সাংবাদিক বাদল আহমেদ আর নেই। সোমবার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। খ্যাতিমান এই বিনোদন সাংবাদিকের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাদল আহমেদ ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও ভীষণ বিনয়ী একজন মানুষ। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় বিনোদন সাংবাদিকতা পেশার সঙ্গে ছিলেন। বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন প্রতাপশালী সাংবাদিক হিসেবে পরিচিতি ছিলেন বাদল আহমেদ। বিভিন্ন সময়ে অ্যাওয়ার্ডসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছেন। সাংগঠনিকভাবেও পারদর্শী ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য তিনি। বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের সামাজিকমাধ্যমে বাদল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাদল আহমেদ। বিনোদন সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ আবেগী মানুষ। আমার ছোট্ট ক‍্যারিয়ারে অনেক বিশাল গল্পের একজন জ্বলন্ত সাক্ষী ছিলেন। বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন...।’

বাচসাস সিনিয়র সদস্য অনজন রহমান, আহমেদ সিরাজ ও আহমেদ তেপান্তরের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে বাদল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন মোস্তফা মতিহারসহ অনেকে। এ সময় সেখানে স্মৃতিচারণ করেন, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইয়ুব ভূইয়া, বাচসাস-এর সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি রিমন মাহফুজ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক আরফানুল নাহিদ, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক। এসময় পরিচালক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজী মাহবুব। পরে বাচসাস-এর পক্ষ থেকে বাদল আহমেদের মরদেহে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
মধুখালীর বিভিন্ন জলাশয়ে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft