গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১২ এএম
চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে (সাড়ে বারোটা) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজির  ঠাঁই নাই, সাংবাদিক নিহত কেন, ইন্টেরিম জবাব দে, সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,  কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খুড়, সন্ত্রাসীদে আস্তনা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করায় আজ খুনের শিকার হয়েছে। সাধারণ আমজনতা থেকে সাংবাদিক পর্যায়ে চলে গেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে যেভাবে এক হয়ে লড়াই করেছি এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি, একইভাবে এই চাঁদাবাজকে প্রতিহত করবে ছাত্রসমাজ।’

তারা আরও বলেন, ‘চব্বিশের পরবর্তী নতুন স্বাধীন বাংলায় মনে করেছিলাম গুপ্ত হত্যা, সরাসরি হত্যা সহ চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়- তা দ্বিগুন আকারে সর্বত্রে ছড়িয়ে পড়েছে। ইন্টেরিম গভর্মেন্টকে বলবো— যদি এই হত্যাকাণ্ড, চাঁদাবাজদের বিচার করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দিন। সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’

উল্লেখ্য, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে রাত ৮ টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করার জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
হু হু করে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হচ্চে নিম্নাঞ্চল
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৯২ রানে অলআউট পাকিস্তান, ৩৪ বছর পর ক্যারিবীয়দের সিরিজ জয়
যেসব লক্ষণ দেখলে নারীরা থাইরয়েড নিয়ে সতর্ক হবেন
চ্যাটজিপিটির ডায়েট চার্ট মেনে হাসপাতালে রোগী!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা: আনোয়ার ইব্রাহিম
জামায়াতের আয় ২৯ কোটি, ব্যয় ২৪ কোটি
পল্লী বিদ্যুৎ দশমিনা এলাকার সাবেক পরিচালক শফিক মোল্লার ইন্তেকাল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft