প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৪৩ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে ১টি এসএলআর (অস্ত্র) এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ এলাকার শূন্য লাইনের কাছে স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে বিজিবির টহলদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং ১টি এসএলআরসহ ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/ওআর