প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৩১ পিএম

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিটেইল্ড প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) আজ রবিবার একনেকের সভায় অনুমোদিত হয়েছে। এ খবর পেয়ে দীর্ঘদিনের অনশন ভাঙা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
শাহজাদপুরে বইছে আনন্দের বন্যা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দীর্ঘদিন ধরে অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে অনশন পালন করছিলেন। একনেকের সিদ্ধান্ত জানার পর তারা আনন্দে ফেটে পড়েন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রাথমিকভাবে ৯ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। সাতবারের সংশোধনের পর বর্তমানে ব্যয় নির্ধারিত হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের মার্চে, যা শেষ হবে ২০২৯ সালের ফেব্রুয়ারিতে।
বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে মোট ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী এখানে কর্মরত রয়েছেন। অস্থায়ী ক্যাম্পাস হিসেবে শাহজাদপুর পৌর শহরের শাহজাদপুর মহিলা কলেজ ও ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ২টি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথনাটক, শিকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের আয়োজন করে। তাদের আন্দোলনের মধ্যে মানববন্ধন, মহাসড়ক ও রেলপথ অবরোধ এবং যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সড়ক অবরোধসহ আমরণ অনশনও অন্তর্ভুক্ত ছিল। অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রকল্প অনুমোদন করা হয়।
আজকালের খবর/ওআর