চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৫৯ পিএম
চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর ওপর হামলাকারী প্রধান আসামি সন্ত্রাসী শাকিল (২৫) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় শাকিল তার সহযোগীদের নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এক ঝটিকা মিছিল বের করে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে প্রধান আসামি শাকিল।

ঘটনার দিন রাতে পুলিশ সন্দেহভাজন স্থানীয় কিছু আওয়ামী লীগ, যুবলীগ নেতাকে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করেন এবং অভিজানের সময় পুলিশ বেআইনীভাবে সিইপিজেড ইয়ংওয়ানে কর্মরত এক সাধারণ মানুষকে শারিরীক নির্যাতনের ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। 

পৃথক দুটি মামলায় প্রধান আসামী শাকিলকে ১৯ নং এবং সন্দেহভাজন গ্রেফতারকৃত স্থানীয় যুবলীগ নেতাকে ১নং আসামি করে আদালতে প্রেরণ করেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুলিশ এজাহারে প্রধান আসামীকে বাদ দিয়ে যুবলীগ নেতাকে ১নং আসামি করে আদালতে প্রেরণ করেন।

এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উখিয়া সীমান্তে খালের পানির নিচে মিলল অস্ত্র ও গুলি
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে মহাদুর্যোগ পড়তে হবে
কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল
স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, অনশন ভেঙে উল্লাস
মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে দলগুলোর সঙ্গে আলোচনার দাবি
ধানমন্ডি থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft