প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তবে এ সময় তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
আজকালের খবর/ওআর