স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা আমাদের নৈতিক দায়িত্ব: বাউবি ট্রেজারার
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:১৮ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর আয়োজনে ‘হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক বা হিসাব বিভাগের জন্য প্রাসঙ্গিক নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়নের মূলভিত্তি।

তিনি বলেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেনদেন, প্রকল্প ব্যয়, গবেষণা তহবিল ও সরকারি অনুদান পরিচালিত হয়। এসব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে না থাকলে প্রতিষ্ঠানটির সুনাম, আস্থা ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালাকে যুগোপযোগী করে তুলতে প্রযুক্তিনির্ভর পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে আর্থিক ব্যবস্থাপনা বিশ্বব্যাপী দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি জবাবদিহিমূলক ও উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারব। তিনি সবাইকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ডঃ মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল গড়ে তোলার মাধ্যমে বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ, অনিয়ম প্রতিরোধ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো সম্ভব। এর ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত হবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিট প্রকল্প ইউজিসির মো. মনসুরুজ্জামান খান, বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিটর অধিদপ্তর উপ-পরিচালক শ্রীনিবাস চন্দ্র সাহাজি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

উল্লেখ্য, ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্র থেকে মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে: তাহের
বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি
বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে
সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
কেরুজ চিনিকলের আওতায় দেশের প্রথম বর্জ্য পদার্থের জৈব সার কারখানা
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft