অনুদান ও মানবিক সহায়তায় করলো গাসিক প্রশাসক
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:২০ এএম
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে এক অনুগ্রহ ও শোকাভিভূত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার  নগর ভবনের হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

 এ অনুষ্ঠানে তুহিনের কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, তুহিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, যিনি গাজীপুরবাসীর পক্ষে অবিচলভাবে কাজ করেছেন।  তিনি গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান।

এ সময় মরহুম সাংবাদিক তুহিনের স্ত্রীর হাতে প্রশাসন থেকে অনুদান হিসেবে চেক হস্তান্তর করা হয়। ওই সময়  প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রয়াত সাংবাদিকের দুটি শিশু সন্তানকে কোলে তুলে নিয়ে তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এ মানবিক উদ্যোগ উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।

অনুষ্ঠান শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বৃহত্তম জয়দেবপুর বাজারে ময়লা ফেলার বিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া সেখানে ফ্লাড লাইটের উদ্বোধন এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে কীটনাশক ওষুধ ছিটানো হয়। নগর ভবন ও ময়লা ফেলার বিন বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  মুহাম্মদ সোহেল হাসান, এডিসি জেনারেল মোতাছিম বিল্লাহ, জি সি সি র সচিব মোঃ আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী হারুনুর রশিদ, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সেক্রেটারি বাবুল হোসেন খান প্রমুখ।

এদিকে, প্রশাসক নগরীর বাসন ও গাছা এলাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করেন এবং সেগুলোর অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উখিয়া সীমান্তে খালের পানির নিচে মিলল অস্ত্র ও গুলি
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে মহাদুর্যোগ পড়তে হবে
কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল
স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, অনশন ভেঙে উল্লাস
মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে দলগুলোর সঙ্গে আলোচনার দাবি
ধানমন্ডি থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft