প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:৫১ পিএম

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে এই দুই গুণীকে স্মরণ করবে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ [ক্যাব] ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।
ক্যাবের উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কের গ্রাউন্ড জিরোতে থাকছে স্মরণ আয়োজন।
আয়োজকরা জানান, এই শ্রদ্ধাঞ্জলি আয়োজনটি তারেক মাসুদ ও মিশুক মুনীরের অসাধারণ জীবনযাত্রা, সৃজনশীল সহযোগিতা এবং স্থায়ী উত্তরাধিকারের প্রতি সম্মান জানাবে। এটি শুধু তাদের প্রয়াণের স্মৃতিচারণ নয়, বরং আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া তাদের জীবন, দৃষ্টি ও অবদানের এক উদযাপন।
অনুষ্ঠানে প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, যার চিত্রগ্রহণ করেছেন মিশুক মুনীর এবং প্রসূন রহমান পরিচালিত তারেক মাসুদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেরা– রিটার্ন জার্নি’।
এছাড়া তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মুনীর। এরপর দর্শকদের সঙ্গে হবে মুক্ত আলোচনা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারেক মাসুদ ও মিশুক মুনীরের ভাস্কর্য প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেবেন সংসদের কর্মীরা।
২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ নামে একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং তাঁর সহযাত্রী মিশুক মুনীরসহ পাঁচজন।
আজকালের খবর/আতে