প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর খান্দুরা হাভেলীতে সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা হাভেলীতে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র জানায়, সৈয়দ হামিদ বখত ডুমন’র (রাহঃ) মাজার প্রাঙ্গনে ‘খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।
হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বস্তু কায়েদের (মাঃ আঃ) সভাপতিত্বে বিশ্ব লালন সংঘের প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অষ্টগ্রাম হাভেলীর চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের পীর মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার, সৈয়দ সুহেল আব্দাল, সৈয়দ আশরাফুল আব্দাল মুকাল্লিদ প্রমুখ।
আজকালের খবর/ওআর