আসছে পিয়া বৈশ্য’র নতুন গান ‘আমারে কান্দাইয়া তুমি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:৫৩ পিএম
ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত নাম। চাকরিসহ নানা কারণে কিছুদিন গানে অনিয়মিত ছিলেন তিনি। বিরতির পর এবার শ্রোতাদের মন মাতাতে হাজির হচ্ছেন একটি মডার্ন ফোক গান নিয়ে। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি রচনা করেছেন সাংবাদিক, ছড়াকার ও গীতিকার সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা। খ্যাতিমান সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই তার কণ্ঠের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। 

‘আমারে কান্দাইয়া তুমি’ গানটির প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। আশা করছি গানটি স্রোতাদেরও ভালো লাগবে। 

গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, সঞ্জয় সরকারকে অনেকে সাংবাদিক ও ছড়াকার হিসেবে চেনেন। কিন্তু তিনি যে একজন ভালো গীতিকারও- সে পরিচয় পাওয়া যাবে এ গানে। তিনি আরও বলেন, গানটির প্রতিটি শব্দই দরদ মাখা এবং হৃদয়গ্রাহী। চেষ্টা করেছি সেভাবেই সুরারোপ করতে। শীঘ্রই দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ হবে। গীতিকার সঞ্জয় সরকার বলেন, শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজকÑ সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। এখন স্রোতাদের তাদের ভালো লাগলেই সে চেষ্টা সার্থক হবে।

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান (সিজন ওয়ান) সঙ্গীত প্রতিযোগিতার সেরা ১০-এ স্থান পেয়েছিলেন কণ্ঠশিল্পী পিয়া বৈশ্য। তখন প্রতিযোগিতার অন্যতম বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তার উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা’। সাধারণত লালন সাঁইজি এবং জালাল উদ্দীন খাঁর গানই বেশি করেন তিনি। তবে ওই প্রতিযোগিতায় জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা মজুমদারের সুরে ‘তুমি অনুরোধ না আদেশ করো’ শিরোনামের একটি আধুনিক ধারার মৌলিক গান গেয়েও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী পিয়া বৈশ্য টেলিভিশন ছাড়াও মঞ্চে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে লোকসঙ্গীত গেয়ে থাকেন। সঙ্গীতচর্চার পাশাপাশি তিনি একটি বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতায় করেন। জানালেন, এখন থেকে আবারও গানে নিয়মিত হবেন তিনি। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয় হাইকোর্টের রুল
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান
অপহরণের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভারতে বসে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
নিউ মার্কেটে অভিযানে প্রায় ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft