যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৩৮ এএম
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে সেখানে এক সেনা নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী সেনাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মিডেকেল সেন্টারে নেওয়া হয়েছে। অপর তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের সবার অবস্থা স্থিতিশীল। তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

সেনা কর্মকর্তারা হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। এ ব্যক্তি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার পর তিনি জীবিত আছেন এবং তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

চলতি বছরের মে মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে গাড়ি চালানোর সময় একবার তাকে আটক করা হয়েছিল।

হামলায় তিনি একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেছেন। সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, এ সেনা যখন হামলা শুরু করেন তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর হামলা চালালেন সেটি এখনো জানা যায়নি।

সূত্র: সিএনএন

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন
ভারতে বসে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
উপদেষ্টাদের সততায় পূর্ণ আস্থা থাকার কথা বললেন ফখরুল
তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার
সিলেটে ডাকাতি মামলায় গ্রেপ্তার, কিশোরগঞ্জের বিএনপি নেতা বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপুল পরিমাণ রুপা আটক
আট উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ আছে: সাবেক সচিব
সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার’
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft