পাকিস্তানের আকাশে ফের ভারতের ড্রোন, অতঃপর ...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম
পাকিস্তানের আকাশে আবারও ড্রোন পাঠিয়েছে ভারত। এমনটাই দাবি করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) লাহোরের মানাওয়ান এলাকায় উড়ছিল ভারতীয় ড্রোনটি। খবর জিও নিউজের।  

পাকিস্তানের পুলিশ সূত্র জানায়, ড্রোনটি পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নজরদারি (সার্ভেইলেন্স) ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। ড্রোনটি বর্তমানে গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পেছনে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে। এপ্রিল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। জম্মু ও কাশ্মীরে হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায় দেশটি। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’। ওই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। পরবর্তীতে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয় দুই দেশ।

সাম্প্রতিক ড্রোন ভূপাতিতের ঘটনাকে ঘিরে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান ভূপাতিত করার ভারতের দাবিকে ‘মিথ্যা ও হাস্যকর’ বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী
পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
ডিভোর্স হওয়ার দিনই অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আট উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ আছে: সাবেক সচিব
সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার’
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপুল পরিমাণ রুপা আটক
বাদশাকে কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে হত্যা
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft