সিলেটে ডাকাতি মামলায় গ্রেপ্তার, কিশোরগঞ্জের বিএনপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:১১ পিএম
সিলেটে ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা ও পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

দলীয় প্যাডে লিখিত পত্রে মীর কামরুল হাসান লিখেন, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজুর রহমানকে দল ও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে পত্রে উল্লেখ করা হয়।

একইসঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়।

সিলেট এয়ারপোর্ট রোড এলাকার বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে করা মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ জুলাই ডাকাতির অভিযোগে পিটুনির পর জনতা তাকে পুলিশে দেয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ভিত্তিহীন সংবাদে ক্ষুব্ধ এফপিএবি ও জিসিসি প্রকল্প কর্মকর্তাদের প্রতিবাদ
ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
এইচএসসির ‘মিস করা’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না সেই আনিসা
নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft