
প্রযুক্তিনির্ভর, শক্তি-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স এর কমপ্লিট এয়ার সল্যুশন এখন পাওয়া যাচ্ছে র্যানকনে।
এ উপলক্ষে গতকাল শনিবার র্যাংস ইমার্টের গুলশান শোরুম পরিদর্শন করেন এলজি’র গ্লোবাল ও এশিয়া অঞ্চলের শীর্ষ নির্বাহীরা।
এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বাজারে এলজি’র এনার্জি সেভিং ও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এয়ার সল্যুশনের প্রস্তুতি ও সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং স্থানীয় অংশীদার র্যাংকন গ্রুপের সঙ্গে কার্যকর সহযোগিতার রূপরেখা আরও সুসংহত করা।
এ সময় এলজি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট জে সং লি, র্যাক বিজনেসের প্রেসিডেন্ট সিওক হুন জ্যাং, ইএস এশিয়া/ইন্ডিয়া সেলস ও মার্কেটিং লিডার ইয়ন উক জিয়ং, এলজিইএসএলের প্রেসিডেন্ট কুন হো লি, এলইএসএল বিডিবির এমডি জেরাল্ড চুন এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।
র্যাংকন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, র্যাংকন ইলেকট্রনিক্স এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।
ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট জে সং লি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোর দ্রুত পরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা নিয়ে এসেছি এমন একটি সমাধান, যা কেবল শীততাপনিয়ন্ত্রণ নয়— শক্তি দক্ষতা, উন্নত বায়ুগুণমান এবং স্মার্ট ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে।’
র্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রোমো রউফ চৌধুরী বলেন, ‘টেকনোলজি ও সাসটেইনেবিলিটির যুগে এলজি’র মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যানকন সবসময় আধুনিক ও কার্যকরী সমাধান নিয়ে কাজ করে যাবে।’
এলজি’র অত্যাধুনিক এয়ার সল্যুশনস এখন র্যানকনের অংশ, যার মধ্যে রয়েছে এলজি এয়ার কন্ডিশনার- যার উন্নত ইনভার্টার প্রযুক্তি, দ্রুত কুলিং, মৃদু শব্দ উৎপাদন এবং বিদ্যুৎ সাশ্রয়, সব মিলিয়ে এলজি’র এসি উপহার দেয় স্থিতিশীল ও আরামদায়ক অভিজ্ঞতা, ব্যক্তিগত বা বাণিজ্যিক যে কোনো স্পেসের জন্য।
এছাড়াও আছে এলজি এইচভিএসি সিস্টেম, আধুনিক ভবনসমূহের জন্য উপযোগী Chiller & VRF (Variable Refrigerant Flow) প্রযুক্তিনির্ভর এলজি এইচভিএসি সল্যুশন, যার শক্তি দক্ষতা, মডুলার কাঠামো এবং স্মার্ট নিয়ন্ত্রণের অসাধারণ সমন্বয়।
এলজি এয়ার পিউরিফায়ার, এইচইপিএ ফিল্টার এবং প্লাজমাস্টার আইওনাইজার প্রযুক্তির মাধ্যমে বাতাস থেকে ধূলিকণা, অ্যালার্জেন ও জীবাণু দূর করে এলজি এয়ার পিউরিফায়ার- যেটা সুস্থ ইনডোর পরিবেশ নিশ্চিত করে প্রতিদিন।
দীর্ঘদিনের পার্টনারশিপে র্যানকন গ্রুপ বাংলাদেশের বাজারে এলজি’র এয়ার কন্ডিশনিং সল্যুশন সরবরাহ করে আসছে। সেই ধারাবাহিকতায় এখন র্যানকনের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন এলজি’র সম্পূর্ণ এয়ার সল্যুশন- এইচভিএসি সিস্টেম, এয়ার কন্ডিশনার ও এয়ার পিউরিফায়ার- সবকিছু এক ছাদের নিচে, এক বিশ্বস্ত প্ল্যাটফর্মে।
আজকালের খবর/ওআর