প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৩৩ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন করে প্রাণ সঞ্চার করছেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। বিএনপির একজন দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি শুধু দলের তৃণমূলকে সংগঠিত করতেই থেমে থাকেননি, সাধারণ মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়ে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনমুখী নগর হিসেবে গড়ে তুলতে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে চলেছেন নিরলসভাবে।
অ্যাডভোকেট এলিসের নেতৃত্বে গাজীপুরে বিএনপির তৃণমূল কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি। তার সুপরিকল্পিত কার্যক্রম, রাজনৈতিক দূরদর্শিতা এবং গণসংযোগমূলক দৃষ্টিভঙ্গি দলীয় কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।
সম্প্রতি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মতামতেও উঠে এসেছে তার জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতার বিষয়টি। তারা জানান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস একজন ন্যায়পরায়ণ, নির্লোভ নিরহংকার ও নির্ভীক নেতা। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের পাশে আছেন এবং গাজীপুরের মানুষের সুখ-দুঃখে সবার আগে ছুটে যান।
তাদের মতে, গাজীপুর সিটি কর্পোরেশনের অভিভাবকহীন অবস্থায় গত এক দশকে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম. এ. মান্নানকে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বাঁধাগ্রস্ত করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে মানুষ চায় একজন যোগ্য, সাহসী ও পরিকল্পনাবদ্ধ নেতার নেতৃত্ব। তারা মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করা অ্যাডভোকেট এলিসই হতে পারেন সেই পরবর্তী যুগান্তকারী নেতৃত্ব।
তিনি ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নাগরিক সমস্যার বাস্তব চিত্র সংগ্রহ করছেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে সাধারণ মানুষের মতামত নিচ্ছেন। এলিসের পরিকল্পনায় রয়েছে-পরিষ্কার-পরিচ্ছন্ন শহর, নাগরিক সেবা সহজীকরণ, আধুনিক অবকাঠামো, যুবকদের কর্মসংস্থান এবং নিরাপদ বসবাসের পরিবেশ গড়ে তোলা।
নগরবাসীর প্রত্যাশা, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস মেয়র পদে প্রার্থী হয়ে গাজীপুরকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবেন। তারা বলেন, এলিস ভাইয়ের চিন্তাশীল নেতৃত্ব গাজীপুরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাকে আগামীর মেয়র হিসেবে দেখতে চাই।
আজকালের খবর/ওআর