নির্মিতব্য চিংড়ি ঘের উচ্ছেদ করল বনবিভাগ
মহেশখালীতে ৫০ একর সরকারি জমি দখলমুক্ত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৫১ পিএম
কক্সবাজারের মহেশখালীর বনবিভাগের জমিতে প্যারাবনের বাইনগাছ কেটে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ করছিল প্রভাবশালী বিএনপি নেতা। খবর পেয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় নির্মিতব্য সেই চিংড়িঘের গুড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জমি দখলমুক্ত করেছেন বন বিভাগ। 

রবিবার (৩ আগষ্ট) সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত বন বিভাগ অভিযান পরিচালনা করে উক্ত চিংড়িঘের উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার করেছেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী। 

তিনি জানান, উপকূলীয় বনবিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক কক্সবাজারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সকল বিটের স্টাফ ও লেবার নিয়ে বড়দিয়া বিটের ঘটিভাঙ্গা মৌজার ১০০২ নং দাগ এবং সেই দাগ সংলগ্ন এলাকার সংরক্ষিত বন ভূমিতে বাইনগাছ কেটে চিংড়ী ঘের তৈরির খবর পেয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। 

বনবিভাগ সূত্রে জানা গেছে, বাইন গাছ কাটা ও অবৈধ ভাবে চিংড়ি ঘের তৈরির পেছনে সরাসরি জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বড় মহেশখালী ইউনিয়নের আমান উল্লাহ। এছাড়া তার দলের এক বিএনপি নেতার নির্দেশে এই কাজ চলছে। সঙ্গে রয়েছে লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আবদুল গফুর,  আবু বক্কর এবং আবু সৈয়দ ভেট্রো। তারা উভয়ই সম্মিলিতভাবে গ্রুপ হয়ে আনুমানিক ৫০ একর বনভূমির বাইনগাছ কেটে চিংড়ি ঘের নির্মাণের চেষ্টা করছিল। মহেশখালী বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে অভিযান পরিচালনা করে জবর দখলমুক্ত করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বনবিভাগ। 

স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, প্যারাবন বাংলাদেশের সম্পদ। প্রভাবশালী নেতারা প্রায় সময় ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদ লুটপাটে ব্যস্থ থাকেন। ভূমিদস্যু এবং অবৈধ দখলদার যেই দলের হোক না কেন, তাদের কঠোর হস্তে দমন করতে হবে। 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী। এ সময় সঙ্গে ছিলেন বড়দিয়া বিট কর্মকর্তা, ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা ও ঝাপুয়া সহ সকল বিটের স্টাফ এবং অর্ধশতাধিক লেবার।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত ফের বন্যার শঙ্কা
৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা
এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক রিপোর্ট
৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪
গাজীপুর সিটির উন্নয়ন-পরিকল্পনা নিয়ে মতবিনিময় করছেন বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft