টেকনাফে এক রোহিঙ্গা শ্রমিক নিহত, আহত ৩
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:০২ পিএম
কক্সবাজার টেকনাফ মহাসড়কে পালংখালী হতে হ্নীলা গামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ১জন যুবক নিহত হয়েছেন। এ সময় ৩ জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়।

রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (৩০)।

এদিকে স্থানীয়দের বরাতে জানতে পারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের  তুলাতলি নামক স্থানে টেকনাফ থেকে কক্সবাজার মহাসড়কে পালংখালী হতে হ্নীলা গামী বালু বোঝাই ডাম্পার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। 

স্থানীয়রা আরও জানিয়েছেন, ওই ঘটনায় ডাম্পারের হেলপার রোহিঙ্গা এবাদুল্লাহ (৩০) নামের একজন যুবক ঘটনা স্থলে নিহত হয় এবং ৩ জন গুরুতরভাবে আহত হলে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওসি মো. নুরুল আবছার জানান, কক্সবাজার টেকনাফ মহাসড়কে ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনা স্থল থেকে নিহত যুবককে উদ্বার করা হয়। পরবর্তীতে একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত ফের বন্যার শঙ্কা
৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা
এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক রিপোর্ট
৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪
গাজীপুর সিটির উন্নয়ন-পরিকল্পনা নিয়ে মতবিনিময় করছেন বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft