প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:০৮ পিএম

রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেপ্তার ফজলে এলাহী ফুলু রংপুর মহানগরীর পীরজাবাদ যুগীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সহসভাপতি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।
ওসি আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা ফজলে এলাহী ফুলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজকালের খবর/ওআর