শাহজীবাজার পাওয়ার গ্রিডে আগুন
হবিগঞ্জ জেলায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম
হবিগঞ্জ জেলা তিন দফায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা এখনো স্বাভাবিক হয়নি। এলাকা ভাগ করে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করছে কতৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দুবার আসা-যাওয়া করলেও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। 

এদিকে শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডে তিনটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ হয়ে পড়ে। তবে ব্যতিক্রম ছিল বাহুবল উপজেলা। যেখানে বিদ্যুৎ থাকলেও বাকি আটটি উপজেলা বিদ্যুৎহীন ছিল। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকে। তবে দু’বার কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলেও তা বেশিক্ষণ থাকেনি। সন্ধ্যা সাড়ে ৬টায় একেবারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই খবর চাওর হয় শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরেছে। তখন থেকে বিদ্যুৎ পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার বাসিন্দারা। এর মাঝে শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা থেকে শহরে নীরবতা নেমে আসে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দুপুর থেকেই বিদ্যুতের সার্কিট ব্রেকার, ফিউজে সমস্যা হচ্ছিল। কিন্তু, হঠাৎ সন্ধ্যায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে জেলার আটটি উপজেলা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকার কারণে মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পানি নিয়ে। বাসাবাড়িতে পানির তীব্র সংকট দেখা দেয়।

শাহজীবাজার পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী তাফসির বিন বাশার জানান, শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে একটি সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এর মধ্যে একটির অবস্থা অত্যন্ত খারাপ। ইতোমধ্যে একটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আরো একটি সন্ধ্যার মধ্যে মেরামত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। অপরটি যেহেতু বেশি খারাপ অবস্থায় তাই সেটি মেরামত করতে সময় লাগবে।

তিনি বলেন, এখনই নতুন ট্রান্সফরমার আনা সম্ভব নয়। কারণ এগুলো অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া এখানে টেন্ডার প্রক্রিয়ারও বিষয় রয়েছে। যা সময়সাপেক্ষ। তবে আমাদের সবসময় ব্যাকআপ ব্যবস্থা থাকে। আমরা যন্ত্রপাতি নিয়ে কাজ করে যাচ্ছি।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে। তবে মানুষের দুর্ভোগ লাঘবে আপাতত এক থেকে দুই ঘণ্টা পরপর একেক এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমরা অবিরাম চেষ্টা করছি যেন দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাগরে চীনের বিশাল সামরিক ঘাঁটি, স্যাটেলাইট ছবি প্রকাশ
আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র: মাহফুজ আলম
ট্রাম্পের শুল্কে চাপে মিয়ানমার, পোশাক খাতের ক্রয়াদেশ আসতে পারে বাংলাদেশে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft