কসবায় ৫টি সমাবেশে আতাউর
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৫৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চাচ্ছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সাথে সম্পৃক্ত নেতৃত্বকে প্রত্যাখ্যান করে সৎ,যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভিরু নেতৃত্বকে সংসদে পাঠাতে প্রস্তুতি নিচ্ছে।

তিনি আজ শুক্রবার কসবা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক ৫টি সমাবেশ ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।

বিকাল ৪টায় কুটি ইউপি ৪নং জামায়াতের উদ্যোগে মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বি-বাড়ীয়া জেলার কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কবির আহমেদ,কসবা পশ্চিম সাংগঠনিক থানা সভাপতি তুহিন রেজা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসানুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা গোলাম মাওলা প্রমুখ। 

আতাউর রহমান সরকার বলেন, অবিলম্বে খানাখন্দে ভরা বি-বাড়ীয়া থেকে আখাউড়া-কসবা সড়কটি মেরামতের কাজ শেষ করতে হবে। কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়। যার দরুন জনগণের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এর জন্য অতিত রাজনৈতিক নেতৃত্বের দূর্নীতিই দায়ী

প্রসঙ্গত, আতাউর রহমান সরকার সকাল ৮টায় কসবা উপজেলা জামায়াতের মহিলা জনশক্তি সমাবেশ, সকাল ১০টায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা, কায়েমপুরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ.হকের জানাজায় অংশ গ্রহণ, বিকাল ৩টায় পৌর জামায়াতের বিশাল মহিলা জনশক্তি সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

মহিলা সমাবেশে প্রধান বক্তা ছিলেন আতাউর রহমান সরকারের সহধর্মিণী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ফারহানা সুমাইয়া মিতু।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাগরে চীনের বিশাল সামরিক ঘাঁটি, স্যাটেলাইট ছবি প্রকাশ
আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র: মাহফুজ আলম
ট্রাম্পের শুল্কে চাপে মিয়ানমার, পোশাক খাতের ক্রয়াদেশ আসতে পারে বাংলাদেশে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft