যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের প্রথমার্ধেই শুল্ক আয়ে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৫২ এএম
২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ২০২৪ সালের পুরো বছরের চেয়েও বেশি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য সংকলিত করে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুন মাসের শেষ পর্যন্ত শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে, যেখানে ২০২৪ সালের পুরো বছরে এই পরিমাণ ছিল ৭৯ বিলিয়ন ডলার।

হোয়াইট হাউসে ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্তবাণিজ্যভিত্তিক অর্থনৈতিক নীতি বাতিল করে দেন এবং বাণিজ্যিক অংশীদারদের ওপর ও ইস্পাতের মতো নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র একাধিক দেশের সঙ্গে এমন চুক্তিতে পৌঁছয়, যার আওতায় আগের চেয়ে অনেক বেশি শুল্ক হার কার্যকর হবে। যদিও ট্রাম্প যেসব সর্বোচ্চ হারের হুমকি দিয়েছিলেন, তার চেয়ে তুলনামূলকভাবে তা কম।

এর আগে সর্বোচ্চ শুল্ক রাজস্ব আদায় হয়েছিল ২০২২ সালে—৯৮ বিলিয়ন ডলার। এবার শুধু জুন মাসেই যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে ২৬.৬ বিলিয়ন ডলার রাজস্ব আদায় হয়েছে, যা জানুয়ারির তুলনায় প্রায় চার গুণ বেশি।

এদিকে ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, বিশ্বজুড়ে তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন, তা যুক্তরাষ্ট্রকে আবার ‘মহান ও ধনী’ করে তুলছে। কারণ, ১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে উদগ্রীব হয়ে পড়েছে। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লিখেছেন, “এক বছর আগে যুক্তরাষ্ট্র ছিল মৃতপ্রায় দেশ, এখন এটি পৃথিবীর সবচেয়ে ‘হটেস্ট’ দেশ।”

চুক্তিগুলো ও কপার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রসহ প্রায় ৮০টি দেশের জন্য ১১ থেকে ৫০ শতাংশ শুল্কহার কার্যকর হওয়ার কথা রয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপনে আলোচনা সভা
পঞ্চগড়ে ৯ জনকে পুশইন বিএসএফের, মেহেরপুরে ১৭ জনকে হস্তান্তর
হবিগঞ্জ জেলায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
জুলাইয়ে মব তৈরি করে ১৬ জনকে হত্যা, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার
জাতীয় সনদের আলোচনার দ্বিতীয় পর্যায় শেষ, ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft