পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পঞ্চগড় সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। এর আগে ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে বাংলাবান্ধা সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি প্রায় এক বছর ধরে অবৈধভাবে ভারতের শিলিগুড়িতে বসবাস করছিলেন। তবে রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠানো হয়। শুক্রবার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। বৈধ পথে ফেরত তরুণীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুই-তিন মাসে দশ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫৭ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন ও বিএসএফ ১৬১ ব্যাটালিয়নের মধ্যে মুজিবনগর সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার তাপস কুমার এবং ১৬১ হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্ররদাহ নেতৃত্বে ছিলেন। এসময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য পরে কার্যক্রম চলমান রয়েছে।’