এ.এইচ.এম. শামিম রহমান জন, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪৫ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু। পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের (রিংকু) সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রুমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শামিম আহম্মেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দলের কার্যক্রম ও কর্মীদের উজ্জীবিত করতে কেন্দ্রের নির্দেশে সারাদেশে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
আজকালের খবর/ওআর