প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:৫২ পিএম

ঢাকাস্থ চাঁদপুর সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পল্টনে অভিজাত হোটেলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা। তিনি সভায় বলেন, মানবিক চাঁদপুর জেলা গঠনের লক্ষ্যে এ সংগঠনের আত্মপ্রকাশ, দিন দিন এই সংগঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে।
আশা প্রকাশ করে এ রাজনীতিবিদ বলেন, এই সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধিভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র।
সমিতির আহ্বায়ক অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার কামাল, সদস্য সিআইডির অ্যাসিস্ট্যান্ট কমিশনার বাহারউদ্দিন ভূঁইয়া, সদস্য ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ইমাম হোসাইন ইমন, সদস্য,ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক সাঈদ হাসান খান, যুগ্ন আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুসাইন মিয়া, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক গাজী আহমদ উল্লাহ,যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, সদস্য ও শিক্ষাবিদ অধ্যক্ষ মিলন, সদস্য ইউসুফ আলী, সদস্য মুক্তার আরিফিন, সদস্য জহিরুল ইসলাম,সদস্য তোফায়েল আহমেদ, সদস্য এনায়েতুল্লাহসহ সমিতির প্রায় শতাধিক সদস্য।
সমিতির আহ্বায়ক অধ্যক্ষ সালাউদ্দিন ভূইয়া বলেন- সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে ঢাকাস্থ চাঁদপুর সমিতি চাঁদপুর জেলার প্রাণের কথা বলবে, অধিকারের কথা বলবে। সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/বিএস