প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৪১ পিএম

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের দাবিতে আজ বুধবার (৩০ জুলাই) টঙ্গীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার অন্তর্গত দুই শতাধিক কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনটি আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখা।
মানববন্ধন শুরু হয় সকাল থেকে টঙ্গী প্রেস ক্লাবের সামনে, যা বিস্তৃত হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ ঘেঁষে দক্ষিণে টঙ্গী বাজার থেকে উত্তরে বড়বাড়ি তারগাছ পর্যন্ত। এতে অংশগ্রহণ করে কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী ও শত শত শিক্ষক-শিক্ষিকা। সবার হাতে ছিল বৃত্তি আমাদের অধিকার বৈষম্য নয়, সমতা চাই সহ বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন, পশ্চিম থানা সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি, পূর্ব থানার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক সোহেল ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দেশের প্রাথমিক শিক্ষায় গুরত্বপূর্ণ অবদান রাখছে। ২০০৯-২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী ও ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় তারা ব্যাপক সাফল্য অর্জন করেছে। অথচ ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা এক চরম বৈষম্যের দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস ও মেধার স্বীকৃতি। এ সুযোগ থেকে বঞ্চিত হলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হবে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হবে। এই সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করবে যা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং অগ্রহণযোগ্য।
আজকালের খবর/ওআর