উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:৪০ পিএম
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একই সময় উপজেলা ছাত্রদলও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। দুই মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হলে কমপক্ষে ৩৫ জন আহত হন।

‘নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মিনাজুল হক বলেন, কয়েক দিন আগে কায়কোবাদের এক অনুসারীকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে কায়কোবাদের লোকজন থানায় হামলা করে ওই চাঁদাবাজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এসব ঘটনায় কায়কোবাদের অনুসারীরা উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা আসিফের বিরুদ্ধে একের পর এক বিষোদ্‌গার করছেন। 

কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় আজ বিকেলে মুরাদনগরের সর্বস্তরের জনগণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রশাসন থেকে অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে তাঁরা কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচির শেষ দিকে এসে কায়কোবাদের অনুসারীরা হঠাৎ শত শত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে তাঁদের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচির বিপরীতে উপদেষ্টা আসিফের লোকজন ইচ্ছে করে পাল্টা কর্মসূচির নামে সংঘর্ষ বাধায়। তারা আমাদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায়। ঘটনায় আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, ৪ জনের অবস্থা গুরুতর।

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, বিক্ষোভ চলাকালে হঠাৎ করে ইট-পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাংশায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন ফরম বিতরণ
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১
রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার
জুলাইয়ে মৃত্যুর রেকর্ড, বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চিকিৎসক সংকট সেবার মানোন্নয়নে জরুরি ব্যবস্থা দরকার তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে
ঢাকাস্থ চাঁদপুর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা
বাড্ডায় রিয়াদের আরো একটি বাসার সন্ধান, সেখানে মিললো নগদ টাকা
হাসিনা-কাদের-কামালসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft