উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল থ্যাংখালী বাজার এলাকায় এই অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা থ্যাংখালী বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি চালায়। অভিযানে ইজিবাইকের সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের চালক নুরুল আবছারকে আটক করা হয়। সে উপজেলার বালুখালী এলাকার সৈয়দ নূরের ছেলে।

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি তিনি নিজেই বহন করছিলেন এবং তা বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, দেশে সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি বদ্ধপরিকর।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত পিস্তলসহ ইজিবাইকটি উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির চৌকস দল সবসময় সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাবিপ্রবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
নাশকতা পরিকল্পনার অভিযোগে ধরণী বাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft