প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:১৮ পিএম

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের জিকারহাটি বড় খান বাড়ি সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ইরান বেপারী (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ইরান বেপারী সদর উপজেলার ঘট মাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা। তিনি এলাজ উদ্দিন বেপারীর ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, স্থানীয়দের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/বিএস