নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:২৫ পিএম
নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা এলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম।

তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র এবং ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গোলাবারুদ ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।

এ ছাড়াও গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৬ হাজার ৪৫৯ জনকে। এদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান কর্নেল শফিকুল ইসলাম।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গুলশানে চাঁদাবাজির ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
ঢাকায় দিনভর বৃষ্টির আভাস
চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষায় ব্যর্থ হচ্ছে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঢাকাস্থ চাঁদপুর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক
পাংশায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন ফরম বিতরণ
তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রাকে চাঁদাবাজি, আমতলীতে গ্রেপ্তার ১
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft