স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২:০৫ পিএম
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে বলা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আওতায় যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনকারী সংস্থাকে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম (ইও-১) পূরণ করে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিবের বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র ও নীতিমালার কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) এবং সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নম্বর ১০৫) থেকে সংগ্রহ করা যাবে।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করে ইসি। এতে পূর্ববর্তী ২০২৩ সালের নীতিমালা এবং তৎকালীন নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেন। ২০১৪ সালের দশম নির্বাচনে ৩৫টি সংস্থার প্রায় ৯ হাজার পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার প্রায় ২৬ হাজার পর্যবেক্ষক মাঠে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজারের বেশি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft