প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, ফজলুল হক মোড়ল, বেলাল হোসেন, নজরুল ইসলাম আজহার, ইজাজ আহমেদ মিলন, সাংবাদিক মাজহারুল ইসলাম (কাঞ্চন), আবুল হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ছাত্র-জনতা দুর্নীতি, বৈষম্য ও একদলীয় শাসনের বিরুদ্ধে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ভোটাধিকার নিশ্চিত বাংলাদেশ গড়া, যেখানে সকল রাজনৈতিক দল মুক্তভাবে রাজনীতি করতে পারবে।
বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশ আজ নতুন করে গণতন্ত্রে, ন্যায়বিচারে ও মানবাধিকারে বিশ্বাসী রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে। এই পথেই আমাদের অগ্রযাত্রা চলবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতি আবারও একটি পরিপূর্ণ জনগণের সরকার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথে হাঁটছে। শহীদদের আত্মত্যাগ থেকেই শক্তি নিয়ে আগামী প্রজন্মও সাহস পাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর