
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই সভা সদস্যদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত এক মিলনমেলায় রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডাভিত্তিক আলোচনায় সদস্যরা মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় ক্লাবের বিগত বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি ও পেশাগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা হয়। এতে প্রেস ক্লাবের গতিশীলতা ও সদস্যদের সক্রিয়তা আরও সুদৃঢ় হবে।
সভায় গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমিন সজীব, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, আতাউর রহমান, ফজলুল হক মোড়ল, বেলাল হোসেন, অনিল মন্ডল, হাসমত আলী, নজরুল ইসলাম আজহার, শামসুল হক, মিল্টন খন্দকার, জহিরুল ইসলাম, পলাশ মল্লিক, ইজাজ আহমেদ মিলন, মাহফুজ রহমান, বায়েজিদ হোসেন, আব্দুল গাফফার, রাজিব সরকার, কামাল হোসেন বাবুল, তানজেরুল ইসলাম, মাহবুব আলম, ফিরোজ লাভলু, প্রতাপ কুমার, সিরাজ উদ্দিন, কামাল প্রধান, হাসিব খান, মাসুদ রানা, আবুল হোসেন চৌধুরী, শাহীন, সাব্বির আহমেদ রুবেল, মামুন, হাসান, শফিকুল ইসলাম জিতু, মাজহারুল ইসলাম (কাঞ্চন), আব্দুর রহমান, ইফতেখার, লতিফ সিদ্দিকি, হাবিব, মান্নান, সবুজ, রেজাউল, মোতালিবসহ অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ, সদস্যদের পেশাগত মানোন্নয়ন প্রশিক্ষণ আয়োজন, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু বলেন, গাজীপুর প্রেস ক্লাব একটি পেশাদার ও গণতান্ত্রিক সংগঠন। সদস্যদের ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সব সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই সভাকে সফল করেছে।
আজকালের খবর/ওআর