৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০:২৭ পিএম
ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২৭ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

মূলত, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠেয় একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতেই এ সফর করছেন পররাষ্ট্র উপদেষ্টা। 

শনিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে তিনি গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্মেলনে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বাস্তবসম্মত ও সময়বদ্ধ রোডম্যাপের পক্ষে জোরালো মত তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা।

গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমন্বিত পদক্ষেপ নেওয়ার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে এ সম্মেলনকে। এতে মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা, গাজায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ।

আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft