৩ সপ্তাহ আগে বদলীর আদেশ
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম
বদলীর অফিস আদেশের প্রায় ৩ সপ্তাহ পার হলেও এখনো অফিসে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টেকনাফ সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে।বর্তমানে নিজের বাসাবাড়িকে বানিয়ে নিয়েছেন মিনি অফিস। মধ্যরাতে করছেন দেন-দরবার। অভিযোগ উঠেছে, বদলীর আদেশ আসার পর অনেকটা দ্বিগুণ উৎসাহে নিয়মকে অনিয়ম, অনিয়মকে নিয়মে পরিণত করে নিয়েছেন ওই ভূমি কর্মকর্তা।

তথ্যসূত্রে জানা যায়, গত ৮ জুলাই চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ০৫.৪২.২০০০.০০০.০২১.৩১.০০০২.২৩.৪৯৩ নম্বর স্মারকমূলে বদলীর আদেশের সতেরো দিন পার হলেও এখনো টেকনাফ সদর ভূমি অফিসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালে টেকনাফ সদর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন মো. হেলাল উদ্দিন। অল্পদিনেই এলাকার পরিবেশ পরিস্থিতি সহজে আয়ত্ত করে নেন সুচতুর এই কর্মকর্তা। সখ্যতা গড়ে তোলেন তৎকালীন ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে। অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে নিজের পকেট ভারী করা শুরু করেন। 

ক্রমান্বয়ে উখিয়া-টেকনাফের আলোচিত সমলোচিত সাংসদ আব্দুর রহমান বদির ‘মাই ম্যান’ হিসেবে জায়গা করে নেন। ২০১৬ সালে টেকনাফ থেকে বদলী হয়ে যায় মো. হেলাল উদ্দিন। কিন্তু, সোনার ডিম পাড়া হাঁসের বদলীতে সাবেক সাংসদ বদির মন উতলা হয়ে ওঠে। তাই পুরোনো সখ্যতা জমাতে ফের ২০২২ সালে টেকনাফ সদর ভূমি অফিসে যোগদানের যাবতীয় ব্যবস্থা করেন সাবেক সাংসদ বদি। এরপর থেকে ফের শুরু হয় ভূমি বাণিজ্য। ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন এমপি বদির ছত্রছায়ায় ২য় মেয়াদে আবির্ভূত হন কসাই রূপে। টাকা দিলেই মিলত স্বাক্ষর। বৈধ-অবৈধ ফাইলের কোনো পার্থক্য তার কাছে নেই। এভাবে অনেক অসহায় মানুষ টাকার কাছে হারিয়েছে নিজের বসতভিটা, সহায়-সম্পত্তি! 

এতকিছুর পরেও ভুক্তভোগীরা পরিবেশ পরিস্থিতির কারণে চুপ থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর ভুক্তভোগীরা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা হেলাল উদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরতে শুরু করে। কিন্তু, সুচতুর হেলাল ৫ আগস্টের পর খোলস পাল্টে নতুন বটবৃক্ষের ছায়ায় আশ্রয় নিয়েছে। স্থানীয় কয়েকজন বিএনপি নেতাদের আশীর্বাদে হেলাল হয়ে ওঠেন অনেকটা নব্য মাফিয়া। কোনো ভুক্তভোগী ফেসবুকে হেলালের অপকর্ম নিয়ে পোস্ট করলে কয়েক মিনিটের মধ্যে ওই পোস্ট গায়েব হয়ে যায়। ওই সব ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে পোস্ট করলেই মুহুর্তে বিভিন্ন নাম্বার থেকে পোস্ট ডিলিট করার হুমকি আসে। তাই অনেকটা নিরুপায় হয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য হয় ওইসব ভুক্তভোগী।

টেকনাফ পৌরসভার বাসিন্দা ও ভুক্তভোগী মো. রফিক বলেন, কাগজপত্র সব ঠিকঠাক থাকার পরেও ভূমি কর্মকর্তা হেলাল নানা অজুহাতে ফাইলে স্বাক্ষর করেনি। পরবর্তীতে ৮ হাজার টাকা দেওয়ার পরে ফাইলে স্বাক্ষর করেন। তার অফিসে প্রতিদিন ২-৩ বার যাওয়ার পরও তাকে পাওয়া যায়  না। 

সাবরাং ইউনিয়নের বাসিন্দা ও ভুক্তভোগী মো. আব্দুল্লাহ বলেন, ভূমি কর্মকর্তা হেলাল নথি গায়েব করার মতো জঘন্য কাজেও লিপ্ত রয়েছে। আমার জমির নথি গায়েব করে ফেলেছিল। পরবর্তীতে ৫ হাজার টাকার বিনিময়ে নথি হাতে পায়।

এই বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসানের কাছে বদলীর আদেশ হওয়ার পরেও কীভাবে একজন কর্মকর্তা অফিস করেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আরেকজন কর্মকর্তা আসলেই উনি বদলীকৃত কর্মস্থলে চলে যাবেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft