পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০:৪৭ এএম
পেরুতে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টার্মা শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এসব মরদেহ শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সড়ক থেকে উল্টে একটি খাদে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসটি লা মারসেড শহরের উদ্দেশে রাজধানী লিমা থেকে যাত্রা করেছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ ভ্রমণ করার পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন।

দ্রুত গতি এবং রাস্তার বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মোট ৩ হাজার ১৭৩টি সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
এশিয়া কাপ হবে আরব আমিরাতে, জানা গেল চূড়ান্ত সময় সূচি
রবিবার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft