সরবরাহ কম, ভরা মৌসুমেও চড়া দাম ইলিশের
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১:৫২ পিএম
ইলিশের মৌসুম চলছে। বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। আর ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১৬৫০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। অন্যদিকে, নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়।বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কম। তবে নদী-সাগরে যত বেশি মাছ ধরা পড়বে তত দাম কমবে। 

এখন মৌসুমের শুরু তাই মাছ বেশি আসছে না। যা আসছে এগুলোর মধ্যে বড় মাছ কম। বেশিরভাগ ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। ৫০০ গ্রামের নিচের ইলিশ রয়েছে অনেক।কারওয়ান বাজারে খুচরা ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। আর এক কেজির নিচে ইলিশ (৭০০-৯০০ গ্রাম) ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলোর বেশিরভাগই নদীর মাছ বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে, ঢাকার অলিগলির বাজারেও ইলিশের দাম চড়া। রাজধানীর পেয়ারাবাগ বাজারে গিয়ে দেখা গেছে বড় ইলিশ নেই। সেখানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এ বাজারে জাটকা ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বাজারের বিক্রেতা মোক্তার হোসেন বলেন, বাজারে মাছ কম মনে হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর ফুল সিজনে ইলিশের দাম আরও কমবে।

বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ টাকা দিয়ে বড় ইলিশ কেনা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মোটামুটি ৮০০ গ্রাম ওজনের একটা ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।

কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছেন পুলিশ সদস্য আব্দুল হাকিম। তিনি বলেন, কয়েক দোকানে দাম জিজ্ঞেস করেছি। মাছ আর টাকায় মিলছে না। পাঙাশ আর তেলাপিয়া কিনে নিয়েছি।

কেজিতে ১০০০-১২০০ টাকা ছাড়া ইলিশ কেনা সম্ভব না বলে জানিয়েছেন বেসরকারি চাকরিজীবী রবিউল হাসান বলেন, বৈরী আবহাওয়ায় অনেক জেলে সাগরে জেতে পারে না। কিন্ত আবহাওয়া ভালো হলে ইলিশ ধরা পড়ে। কিন্ত দালাল মধ্যস্বত্বভোগীদের কারণে দাম অনেক বেশি। বাজারদর নিয়ন্ত্রণ করা না গেলে শহরের মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো শিশু
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা দিল সরকার
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
দেশের স্বার্থে বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়: উপদেষ্টা সাখাওয়াত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft