২৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: উল্লেখযোগ্য ছাড় পাওয়ার আশায় ঢাকা
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচক সংস্থা ইউএসটিআর (United States Trade Representative) বাংলাদেশের সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা আগামী ২৯ জুলাই আয়োজন করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি জানান, বাংলাদেশ ২২ জুলাই নিজেদের অবস্থানপত্র পাঠিয়ে ২৬ জুলাই আলোচনা শুরুর প্রস্তাব দিলেও ইউএসটিআর ২৯ জুলাই আলোচনার দিন ঠিক করেছে। আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর-এর অফিসে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সচিব আরও জানান, এই দফায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক প্রতিনিধি দলের সঙ্গে থাকতে পারেন, যদিও তারা সরাসরি আলোচনায় অংশ নেবেন না। আলোচনা সরাসরি না হয়ে ভার্চুয়ালিও হতে পারে।

বাংলাদেশ আশা করছে, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমান ৩৫ শতাংশ শুল্ক হার হ্রাস করবে। সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাপানকে ১৫%, ইন্দোনেশিয়াকে ১৯%, ভিয়েতনামকে ২০% এবং ফিলিপাইনের জন্য ১৯% শুল্ক সুবিধা দিয়েছে—বাংলাদেশও তেমন ছাড় আশা করে।’

শুল্ক আলোচনার পাশাপাশি বাংলাদেশ ইতোমধ্যে মার্কিন পণ্য যেমন তুলা, গম, এলএনজি, বিমান ও কৃষিপণ্য শুল্কমুক্তভাবে আমদানির প্রস্তাব দিয়েছে।

এছাড়া, গত ২০ জুলাই বাংলাদেশ সরকার ৭ লাখ টন গম আমদানির চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে, যা আমদানি ভারসাম্য তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft